কক্সবাজার হোটেল ভাড়া কত ২০২৫

কক্সবাজার হোটেল ভাড়া কত এই প্রশ্নটা অধিকাংশ মানুষের। কারণ নভেম্বর মাস আসলেই কক্সবাজার ভ্রমণের জন্য উপযোগী হয়ে ওঠে। তখন থেকে বাজেট ফ্রেন্ডলি এবং লাক্সারি হোটেলের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাই আজকে আমরা আপনাদের সুবিধার্থে কম বাজেট থেকে শুরু করে লাক্সারি হোটেলের ভাড়া কত সে সম্পর্ক আলোচনা করব।
কক্সবাজার হোটেল ভাড়া কত
সম্মানিত পাঠক গন অন সিজনে কক্সবাজারের হোটেল খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য। তাই আজকে আমরা আপনাদের সুবিধার্থে বাজেট ফ্রেন্ডলি হোটেল গুলোর নামের তালিকা উল্লেখ করব। আর এই হোটেল গুলোর নামের তালিকা জানতে হলে অবশ্যই আমাদের আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে, বিস্তারিত জানতে নিচে পড়তে থাকুন।

ভূমিকা

পৃথিবীর বিভিন্ন স্থানের সমুদ্র সৈকত রয়েছে তবে তার মধ্যে জনপ্রিয় একটি সমুদ্র সৈকত হল আমাদের বাংলাদেশের কক্সবাজার, যা চট্টগ্রাম বিভাগে অবস্থিত। আর এই কক্সবাজারে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণের জন্য আসে। কিন্তু বেশিরভাগ মানুষ কোথায় হোটেল ভাড়া করবে তা জানে না। তাই আজকে আমরা আমাদের আর্টিকেলের মধ্যে বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং ভাড়া সম্পর্কে উল্লেখ করব। শুধু তাই নয় কক্সবাজার তিনটি স্পটে হোটেল সবচেয়ে বেশি নিচে তা উল্লেখ করা হলঃ-

  • কলাতলী
  • সুগন্ধা
  • লাবনী
এই তিনটি স্পটে হোটেল সবচাইতে বেশি। তাই আপনারা কম দামের হোটেল সম্পর্কে ধারণা পেতে আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

কক্সবাজার হোটেল ভাড়া কত

কক্সবাজার হোটেল ভাড়া কত এইটা জানার জন্য বেশিরভাগ মানুষ গুগল সার্চ কনসোল ব্যবহার করে থাকে। তাই আজকে আমরা অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে আমাদের আর্টিকেলের মাধ্যমে হোটেল ভাড়া সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনার মূল পর্বে চলে যাই। 


বর্তমান চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সমুদ্র সৈকত অন্যতম একটি পর্যটক স্থান। যেখানে হাজার হাজার মানুষ প্রতিবছর ভ্রমণের উদ্দেশ্যে আসে। এখানে আসার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হোটেল ভাড়া। আর এই হোটেল খুঁজে না পাওয়া কারণে অনেকেই কক্সবাজারে আসতে পারেনা। আজকে আমরা কম বাজেটের হোটেলগুলোর ভাড়া সম্পর্কে উল্লেখ করব। 

বর্তমান ১০০০ থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত পার নাইট হোটেল রয়েছে। তাই আপনাদের যেনো হোটেল ভাড়া নিয়ে সমস্যায় পড়তে না হয় সেজন্য আজকে আমরা বেশ কয়েকটি হোটেলের নাম এবং ভাড়া সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত পড়তে থাকুন।

কলাতলী হোটেল বুকিং সম্পর্কে তথ্য

হোটেল বুকিং সম্পর্কে তথ্য নিচে উল্লেখ করা হলঃ-

ডিভাইন ইকো রিসোর্ট বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ কলাতলী
  • নম্বরঃ +৮৮০১৮৭২০৯০৯৫০
হোটেল সি ক্রাউন বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ মেরিন ড্রাইভ রোড, কলাতলী
  • নম্বরঃ +৮৮০১৮৩৩৩৩১৭০৩
হোটেল হেরিটেজ বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ কলাতলী, বাইপাস রোড
  • নম্বরঃ +৮৮০১৩৪১৫২৬৩২১
হোটেল নিশোরগো বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ কলাতলী, মেরিন ড্রাইভ রোড
হোটেল সায়েমান রিসোর্ট বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ কলাতলী, মেইন ড্রাইভ রোড
  • নম্বরঃ +৮৮০৯৬১১০৭৭৭৮৮৮
হোটেল কক্স টুডে বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ কলাতলী, মোটেল জোন
  • নম্বরঃ +৮৮০১৭৫৫৫৯৮৪৪৯
হোটেল কোস্টাল পিস বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ করাতলী রোড
  • নম্বরঃ +৮৮০১৭৫৫৫২১৭৯৭
হোটেল ইকরা বিচ বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ কলাতলী, মেইনরোড
  • নম্বরঃ +৮৮০১৭৫১৫৫২৫১৭
হোটেল সি কক্স রিসোর্ট বুকিং সম্পর্কেঃ-


  • স্থানঃ কলাতলী, নতুন বিচ রোড
  • নম্বরঃ +৮৮০১৮১৫০১৪৮৪০
কল্লোল হোটেল বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ কল্লোল পয়েন্ট, মোটেল জোন
  • নম্বরঃ +৮৮০৩৪১৬৪৭৪৮
হোটেল এক্সোটিকা বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ মেরিন ড্রাইভ পয়েন্ট, কলাতলী
  • নম্বরঃ +৮৮০১৮৭৬০০০০২২
হোটেল রয়েল টিউলিপ হোটেল বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ ইনানী, জালিয়া পালং
  • নম্বরঃ +৮৮০৩৪১৫২৬৬৬৮০
হোটেল মহাসাগর স্বর্গ বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ মোটেল জোন, কলাতলী
  • নম্বরঃ +৮৮০৯৬১৯৬৭৫৬৭৫
হোটেল লং বিচ হোটেল বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ মটেল জোন, কলাতলী
  • নম্বরঃ +৮৮০৩৪১৫১৮৪৩৬
হোটেল সিগাল বুকিং সম্পর্কেঃ-

  • স্থানঃ মোটেল জোন, কলাতলী সমুদ্র সৈকত
  • নম্বরঃ +৮৮০৩৪১৬২৪৮০৯০
আপনারা চাইলে এই সকল হোটেলের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে হোটেল বুকিং করতে পারেন।

বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম এবং ভাড়া সম্পর্কে

বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম এবং ভাড়া সম্পর্কে নিচে উল্লেখ করা হলঃ-


মোটেল উপাল হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ১০০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ কক্সবাজার, মোটেল রোড
  • নম্বরঃ 034164258
মটেল প্রবাল হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ কক্সবাজার, মোটেল রোড, লাবনী পয়েন্ট
  • নম্বরঃ 034163211
মোটেল লাবনী হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত কাপড় রুম, এসি এবং নন এসি
  • স্থানঃ কক্সবাজার, লাবনী বিচের মেইন রোড
  • নম্বরঃ 01312884420
ইকরা বিচ হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ৩০০০ থেকে সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী রোড
  • নম্বরঃ 01732216677
ওয়াটার অরচিড হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ১৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী
  • নম্বরঃ 01831649434
মেরিন প্লাজা হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ১৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার
  • নম্বরঃ 01810004580
আলবার্টোস রিসোর্ট হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-


  • ভাড়াঃ ২০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী মেইন রোড, কক্সবাজার
  • নম্বরঃ 01818540177
নীলিমা বিচ রিসোর্ট হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ২৫০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ হিমছড়ি, কক্সবাজার
  • নম্বরঃ 01841104011
ইনানী রয়েল রিসোর্ট লিমিটেড হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ সাড়ে ৪ হাজার টাকা সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ উথিয়া, ইনানী, মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
  • নম্বরঃ 01952227741
রিসোর্ট বিচ ভিউ হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ কক্সবাজার, কলাতলী মেইন রোড
  • নম্বরঃ 01832995522
কক্স হিলটোন হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ কক্সবাজার, সুগন্ধা পয়েন্ট
  • নম্বরঃ 01322889898
সেন্ট মার্টিন রিসোর্ট এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ২৫০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ কক্সবাজার, কলাতলী রোড
  • নম্বরঃ 01619809057
হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ২৫০০ থেকে ১৪০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ মোটেল জোন, কক্সবাজার
  • নম্বরঃ 01710303090
হিল টাওয়ার হোটেল এবং রিসোর্ট ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী, কক্সবাজার
  • নম্বরঃ 01322449895
হোটেল ইলাফ ইন্টারন্যাশনাল হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-


  • ভাড়াঃ ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ সুগন্ধা মেইন রোড, কক্সবাজার
  • নম্বরঃ 01726000077
সি আলিফ হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ২৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী, কক্সবাজার
  • নম্বরঃ 01715755112
লাইট হাউস ফ্যামিলি রিসোর্ট এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী, কক্সবাজার
  • নম্বরঃ 01321177663
দ্যা কক্স বিচ রিসোর্ট এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত
উল্লেখিত হোটেল গুলো অফ সিজন এবং অন সিজনে বিভিন্ন ডিসকাউন্ট এর মাধ্যমে ভাড়া কম বেশি হয়ে থাকে। তাই আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে হোটেল বুকিং করতে পারেন, অন্য পড়তে এখানে ক্লিক করুন।

বেশি বাজেটের হোটেলের নাম এবং ভাড়া

বেশি বাজেটের হোটেলের নাম এবং ভাড়া নিচে উল্লেখ করা হলঃ-

সায়েমন বিচ রিসোর্ট ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী, মেরিন ড্রাইভ রোড
  • নম্বরঃ 01401777888
লং বিচ হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ৬ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ মোটেল জোন, কলাতলী, কক্সবাজার
  • নম্বরঃ 01755660051
সি পিআরএল রিসোর্ট এবং স্পা হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ৫ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ উথিয়া, ইনানী, জালিয়া পালং, কক্সবাজার
  • নম্বরঃ 01844016120
বাইওয়াচ হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ ১০ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত
  • স্থানঃ মেরিন ড্রাইভ রোড, ইনানী
হোসেন প্যারাডাইস হোটেল এবং রেস্টুরেন্ট ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ১২ হাজার থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ মোটেল জোন, কলাতলী, কক্সবাজার
  • নম্বরঃ 01938846761
সিগাল হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ১০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ মোটেল জোন, কক্সবাজার
  • নম্বরঃ 01766666630
হোটেল দ্যা কক্স টুডে ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ১০ হাজার থেকে ৮৫ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ মোটেল জোন, কক্সবাজার
  • নম্বরঃ 01755598450
হোটেল সি প্লেস ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত
  • স্থানঃ কলাতলী রোড, কক্সবাজার
  • নম্বরঃ 01709034751
জল তরঙ্গ হোটেল এবং ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতি রাত ৯ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ লাবনী সমুদ্র সৈকত, কক্সবাজার
  • নম্বরঃ 01769107011
হোটেল সি ক্রাউন ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
  • নম্বরঃ 01833331702
নিসর্গ হোটেল এবং রেস্টুরেন্ট লিমিটেড ভাড়া সম্পর্কেঃ-

  • ভাড়াঃ প্রতিরাত ২৫০০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত
  • স্থানঃ মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
  • নম্বরঃ 01771566673
উল্লেখিত হোটেলের নাম্বারের সাথে যোগাযোগ করে ভাড়া কনফার্ম করে নিবেন। কারণ বিভিন্ন সময় হোটেলের ডিসকাউন্ট এর উপর ভাড়া কম বেশি হয়ে থাকে।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্ন

কক্সবাজার যেতে কত টাকা খরচ হবে?
উত্তরঃ জন প্রতি তিন থেকে পাঁচ হাজার টাকার মত।

কক্সবাজারে খাবারের খরচ কেমন?
উত্তরঃ সর্বনিম্ন ১৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত।

কক্সবাজারের প্লেন ভাড়া কত?
উত্তরঃ ৩০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে।

সেন্টমার্টিন যেতে কত টাকা লাগে?
উত্তরঃ ১৫০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে।

কক্সবাজার কে কি বলা হয়?
উত্তরঃ পালংকি।

কক্সবাজারের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ পালংকি।

কক্সবাজার জেলার কোড কত?
উত্তরঃ ৩৪১

লেখকের শেষ কথা-কক্সবাজার হোটেল ভাড়া কত সে সম্পর্কে

সম্মানিত পাঠকগন উপযুক্ত আলোচনা শেষে আপনারা ইতিমধ্যে কক্সবাজার হোটেল ভাড়া কত সে সম্পর্কে, বাজেট ফ্রেন্ডলি হোটেল বুকিং সম্পর্কে এবং বেশি বাজেটের হোটেলের নাম ও ভাড়া সম্পর্কে জানতে পারলেন। যেহেতু কক্সবাজার পর্যটক কেন্দ্র সে ক্ষেত্রে হোটেল খুঁজে পাওয়ার চ্যালেঞ্জটা একটু বেশি। 

তাই আপনারা আমাদের আর্টিকেলের মাধ্যমে বিভিন্ন ধরনের হোটেল নাম সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আর এজন্যই আমরা আপনাদের সুবিধার্থে আপনাদের ভ্রমণকে সহজ এবং আরামদায়ক করার জন্য বিভিন্ন রেঞ্জের হোটেলের বিবরণ দিয়ে রেখেছে। যাতে করে আপনাদের অনেক উপকারে আসে। আর আমাদের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সহায়তা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টার বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url