উত্তর আমেরিকার রাজধানীর নাম কি ও দক্ষিণ আমেরিকার রাজধানীর নাম কি।
উত্তর আমেরিকার রাজধানীর নাম কি এবং দক্ষিণ আমেরিকার রাজধানীর নাম কি বেশিরভাগ
মানুষই এটা জানতে চায়। বিশেষ করে যারা সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন
তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরির
পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন করা হয়েছে।
প্রিয় পাঠকগন তাই আজকে আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে উত্তর আমেরিকা ও দক্ষিণ
আমেরিকা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তাই এই বিষয়ে
জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে
পড়তে হবে।
উত্তর আমেরিকা মহাদেশের পরিচিতি
বিশ্বের বৃহত্তম মহাদেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ। এই
মহাদেশটি প্রায় 24.8 মিলিয়ন বর্গ কিলোমিটার এর বেশি এলাকা জুড়ে অবস্থিত।
বিশ্বের যত ভূমি রয়েছে তারমধ্যে 16.6 % ভূমি এই মহাদেশে অবস্থিত। তাই আজকে আমরা
আপনাদের সামনে উত্তর আমেরিকার বিভিন্ন দেশের রাজধানীর নাম উল্লেখ করব। তাই কথা না
বাড়ি আমরা আমাদের আলোচনার মূল পর্বে চলে যাব।
উত্তর আমেরিকার রাজধানীর নাম কি
উত্তর আমেরিকার রাজধানীর নাম কি নিচে তা উল্লেখ করা হলঃ-
উত্তর আমেরিকার বিভিন্ন দেশের নাম ও রাজধানীর নাম এবং আয়তনের তালিকাঃ-
- এিনিদাদ ও টোবাগো- পোর্ট অফ স্পেন- ৫,১৩১ বর্গ কিলোমিটার।
- বেলিজ- বেল মোপান- ২২,৯৬৬ বর্গ কিলোমিটার।
- গ্রেনাডা- সেন্ট জর্জেস- ৩৪৪ বর্গ কিলোমিটার।
- সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস- ৩৮৯ বর্গ কিলোমিটার।
- সেন্ট লুসিয়া- ক্যাস্ট্রিস- ৬১৬ বর্গ কিলোমিটার।
- সেন্ট কিটস ও নেভিস- বাসেতেরে- ২৬১ বর্গ কিলোমিটার।
- অ্যান্টি গুয়া ও বরবুডা- সেন্ট জনস- ৪৪২ বর্গ কিলোমিটার।
- বার্বাডোস- ব্রিজ টাউন- ৬৬০ বর্গ কিলোমিটার।
- ডোমিনিকান প্রজাতন্ত্র- সান্তো ডোমিংগো- ৪৮,৬৭১ বর্গ কিলোমিটার।
- হাইতি- পোর্ট অ প্রিন্স- ১০,৯৯১ বর্গ কিলোমিটার।
- জ্যামাইকা- কিংস্টন- ১১০,৮৬০ বর্গ কিলোমিটার।
- বাহামা- নাসাউ- ১৩,৯৪৩ বর্গ কিলোমিটার।
- পানামা- পানামা সিটি- ৭৫,৪২০ বর্গ কিলোমিটার।
- কোস্টারিকা- সান জোসে- ৫১,১০০ বর্গ কিলোমিটার।
- নিকারাগুয়া- পানাগুয়া- ১৩০,৩৭৫ বর্গ কিলোমিটার।
- এল সালভাদর- সান সালভাদর- ২১,০৪১ বর্গ কিলোমিটার।
- হন্ডুরাস- তেগুসিগালপা- ১১২,৪৯২ বর্গ কিলোমিটার।
- গুয়েতেমালা- গুয়াতেমালা সিটি- ১০৮,৮৮৯ বর্গ কিলোমিটার।
- মেক্সিকো- মেক্সিকো সিটি- ১,৯৬৪,৩৭৫ বর্গ কিলোমিটার।
- মার্কিন যুক্তরাষ্ট- ওয়াশিংটন ডিসি- ৯,৮৮৩,৫২০ বর্গ কিলোমিটার।
- কানাডা- অটোয়া- ৯,৯৮৪,৬৭০ বর্গ কিলোমিটার।
দক্ষিণ আমেরিকা মহাদেশের পরিচিতি
দক্ষিণ আমেরিকা মহাদেশের পরিচিতি সম্পর্কে অনেকে জানে না। তাই আজকে আমরা
সংক্ষিপ্তভাবে দক্ষিণ আমেরিকার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। দক্ষিণ আমেরিকা
সাধারণত বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় এলাকা। এই মহাদেশে বারোটি স্বাধীন রাষ্ট্র
রয়েছে যার মধ্যে কয়েকটি রাষ্ট্র সবচেয়ে পরিচিত যেমনঃ- এখানে ক্লিক করুন
- ব্রাজিল
- আর্জেন্টিনা
- কলম্বিয়া
- পেরু
- চিলি
- বলিভিয়া
এদেশের মধ্যে ব্রাজিল সবচেয়ে বড় এবং অর্থনীতি দিক থেকে শক্তিশালী। তবে আজকে
আমাদের প্রধান আলোচ্য বিষয় হল দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ও রাজধানীর নামের
তালিকা উল্লেখ করা।
দক্ষিণ আমেরিকার রাজধানীর নাম কি
দক্ষিণ আমেরিকার রাজধানীর নাম কি নিচে তা উল্লেখ করা হলঃ-
আরো পড়ুনঃ আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা ২০২৫
দক্ষিণ আমেরিকার দেশ ও রাজধানীর নাম এবং আয়তনে তালিকাঃ-
- সুরিনাম- পারামারিবো-১৬৩,৮২১ বর্গ কিলোমিটার।
- গায়ানা- জর্জ টাউন- ২১৪,৯৬৯ বর্গ কিলোমিটার।
- প্যারাগুয়ে- আসুনসিয়ন- ৪০৬,৭৫২ বর্গ কিলোমিটার।
- ইকুয়েডর- কুইটো- ২৭৬,৮৪১ বর্গ কিলোমিটার।
- বলিভিয়া- লা পাজ এবং সূত্রুে- ১,০৯৮,৫৮১ বর্গ কিলোমিটার।
- ভেনিজুয়েলা- কারাকাস- ৯১৬,৪৪৫ বর্গ কিলোমিটার।
- উরুগুয়ে- মন্টেভিডিও- ১৭৬,২১৫ বর্গ কিলোমিটার।
- পেরু- লিমা- ১,২৮৫,২১৬ বর্গ কিলোমিটার।
- কলম্বিয়া- বোগোটা- ১,১৪১,৭৪৮ বর্গ কিলোমিটার।
- চিলি- সান্তিয়াগো- ৭৫৬,১০২ বর্গ কিলোমিটার।
- ব্রাজিল- ব্রাসিলিয়া- ৮,৫১৫,৭৬৭ বর্গ কিলোমিটার।
- আর্জেন্টিনা- বুয়েনস আইরেস- ২,৭৮০,৪০০ বর্গ কিলোমিটার।
সাধারণ জ্ঞানের প্রশ্ন
উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটি?উত্তরঃ কানাডা।
উত্তর আমেরিকার সবচেয়ে ধনী দেশ কোনটি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট।
শেষ মন্তব্য - উত্তর আমেরিকার রাজধানীর নাম কি সে সম্পর্কে
সম্মানিত পাঠক গন উপরের আলোচনা থেকে আপনারা ইতিমধ্যে উত্তর আমেরিকার রাজধানীর নাম
কি এবং দক্ষিণ আমেরিকার রাজধানীর নাম কি তা জানতে পারলেন। আপনারা যদি নিয়মিত
আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন তাহলে আপনাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার
প্রিপারেশন অনেকটা সহজ হয়ে যাবে। কারণ আমরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ
সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আমাদের আর্টিকেলটি
যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আর্টিকেলটি লাইক কমেন্ট শেয়ার করে
দিয়ে সহায়তা করবেন।
স্টার বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url