বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫

প্রিয় পাঠক আপনি যদি ঢা বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকেন এবং তথ্য নিতে চান তাহলে আজকের সম্পূর্ণ আর্টিকেলটি আপনার জন্য। আপনি আমাদের আর্টিকেলের ভিতরে সম্পূর্ণ জানতে পারবেন বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ সম্পর্কে সকল তথ্য।
বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫
সেই সাথে আরো জানতে পারবেন বিকাশ পিওর নাম্বার সেট করার পরে কিভাবে পরিবর্তন করবেন ইত্যাদির সেসব সকল তথ্য সম্পর্কে।

    ভূমিকা

    প্রিয় পাঠক আজকে আমরা আমাদের আর্টিকেলের ভিতরে আলোচনা করতে চলেছি বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ বাস প্রিয় নাম্বার সুবিধা কি কিভাবে করবেন প্রিয় নাম্বার পরিবর্তন করার নিয়ম ইত্যাদি এরকম যাবতীয় সকল তথ্য নিয়ে।

    আপনি যদি আজকের আর্টিকেলটি সম্পন্ন করেন তাহলে আপনি প্রিয় নাম্বার করে সেন্ড মানিতে টাকা বাঁচাতে পারবেন এবং ক্যাশ আউটে অল্পপরিমাণ চার্জে ক্যাশ আউট করতে পারবেন। সেজন্য আজকের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ পড়ুন।

    বিকাশ প্রিয় নাম্বার সুবিধা

    প্রতিদিন আমরা সকলেই বিকাশ ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি বিকাশে সেন্ড মানি করতে গেলে সেন্ড মানি চার্জ কাটে। কখনো ৫ টাকা কাটে কখনো দশ টাকা কাটে। এরকম প্রত্যেকবার চার্জ কাটে সেন্ড মানি করতে গিয়ে।

    বিকাশ প্রিয় নাম্বার এর সুবিধা হল আপনি যদি বিকাশ প্রিয় নাম্বার করে নেন তাহলে আপনি মান্থলি ২৫ হাজার টাকা পর্যন্ত থ্রি সেন্ড মানি লেনদেন করতে পারবেন। সর্বনিম্ন ১০০ টাকা থেকে আপনি ২৫ হাজার টাকা পর্যন্ত কোন প্রকার সেন্ড মারিতে চার্জ কাটবে না। তাই প্রিয় নাম্বার করে বিকাশে সেন্ড মানি করুন।

    বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ 

    বিকাশ প্রিয় নম্বর সেট করা যায় ২টি উপায়ে। একটি হচ্ছে ম্যানুয়ালি আর আরেকটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে। তাহলে চলুন দেখে নিই দুইটি উপায়ে বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম সম্পর্কে ঃ

    • ম্যানুয়ালি বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ 
    • সর্বপ্রথম  *২৪৭# ডায়াল করুন।
    • তারপরে ৮ নম্বরে থাকা মাই বিকাশ অপশন ক্লিক করুন
    • তারপরে ৪ নম্বরে থাকা প্রিয় নাম্বার ক্লিক করুন
    • তারপর সেন্ড মানি লেখার উপরে ক্লিক করুন
    • অ্যাড প্রিয় নাম্বার লেখার উপরে ক্লিক করুন
    • তারপরে আপনি যে নাম্বারটি প্রিয় নাম্বার করতে চাচ্ছেন সে নাম্বারটি টাইপ করুন
    •  তারপরে নাম্বারটি যার নামে রাখতে চাচ্ছেন তার নাম দিন
    • তারপরে আপনার বিকাশ পিন নাম্বারটি দিন
    তাহলে আপনার ম্যানুয়ালি এভাবে প্রিয় নাম্বার সেট করা হয়ে যাবে। আপনি সর্বোচ্চ পাঁচটি প্রিয় নাম্বার যোগ করতে পারবেন। তাহলে এবার চলুন দেখে নিই এপ্স এর মাধ্যমে প্রিয় নাম্বার করার উপায়।

    • অ্যাপসে বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫
    • বিকাশ এপস এর ভিতর আপনার পিন দিয়ে লগইন করুন
    • সেন্ড মানি বাটন অপশন এ ক্লিক করুন
    • ফ্রি সেন্ড মানির জন্য ট্যাপ করুন লেখার উপরে ক্লিক করুন
    • নিচে যোগ করুন লেখার উপরে ক্লিক করুন
    • তারপর আপনি যে নাম্বারটি প্রিয় করতে চাচ্ছেন সে নাম্বারটি দিন
    • তারপরে যে নাম্বারটি দিলেন তার নাম লিখুন
    • তারপর নিচের অপ্সানে আপনার বিকাশ পিনটি দিন
    • দিয়ে ওকে করুন
    তাহলে আপনার অ্যাপসের মাধ্যমে বিকাশে প্রিয় নাম্বার সেট হয়ে যাবে। এভাবে আপনি আপনার বিকাশে পাঁচটি সর্বোচ্চ প্রিয় নাম্বার সেট করতে পারবেন।

    প্রিয় নাম্বার সেট করে সেন্ড মানি করুন ফ্রিতে। আপনার যদি কোন সমস্যা হয় আপনি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন।

    বিকাশ প্রিয় নাম্বার ক্যাশ আউট চার্জ 

    সাধারণত আপনি যদি নরমাল বিকাশ ক্যাশ আউট করতে চান তাহলে আপনার হাজারে খরচ হয় ১৮ টাকা ১৯ পয়সা। কিন্তু আপনি যদি বিকাশ প্রিয় নাম্বার করে ক্যাশ আউট করতে যান তাহলে আপনার হাজারে খরচ হবে ১৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ পাঁচ টাকা পর্যন্ত আপনার ক্যাশ আউট চার্জে খরচ কমছে।

    আপনি যদি জেনে না থাকেন যে কিভাবে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে হয় তাহলে আপনি নিচের অংশ থেকে তা জানতে পারবেন।

    বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম 

    বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করে আপনি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা রেটে ক্যাশ আউট করুন। তাহলে চলুন জেনেটিক বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম সম্পর্কে ঃ

    • সর্বপ্রথম বিকাশ অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে অ্যাপসের ভিতর লগইন করুন
    • তারপর ক্যাশ আউট বাটন বা অপ্সানে ক্লিক করুন
    • তারপরে প্রিয় এজেন্ট ক্যাশ আউট ১৪.৯০ পয়সা করতে ট্যাপ করুন লেখার উপর ক্লিক করুন
    • নিচে যোগ করুন লেখার উপরে ক্লিক করুন
    • তারপরে আপনি যে এজেন্ট নাম্বারটি প্রিয় এজেন্ট নাম্বার করতে চাচ্ছেন এজেন্ট নাম্বার টি দিন
    • আপনি যদি এজেন্ট নাম্বারের নাম লিখতে চান তাহলে নিচে নাম লিখে ওকে করুন
    • তারপর আপনার বিকাশের পিনটি দিয়ে ওকে করুন
    তাহলে আপনার বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারটি সেট করা হয়ে যাবে। আপনি সেই নাম্বারে ১৪ টাকা ৯০ পয়সা রেটে ক্যাশ আউট চার্জ করুন।

    বিকাশ প্রিয় নাম্বার পরিবর্তন করার নিয়ম ২০২৫

    ঠিক অ্যাপস ও ম্যানুয়ালে আপনি যেভাবে বিকাশ প্রিয় নাম্বার যোগ করলে ঠিক একই নিয়মে কম বেশি বিকাশ প্রিয় নাম্বার পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই বিকাশ প্রিয় নাম্বার পরিবর্তন করার নিয়ম সম্পর্কে ঃ

    • ম্যানুয়ালি বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ 
    • সর্বপ্রথম  *২৪৭# ডায়াল করুন।
    • তারপরে ৮ নম্বরে থাকা মাই বিকাশ অপশন ক্লিক করুন
    • তারপরে ৪ নম্বরে থাকা প্রিয় নাম্বার ক্লিক করুন
    • তারপর সেন্ড মানি লেখার উপরে ক্লিক করুন
    • রিমুভ প্রিয় নাম্বার লেখার উপরে ক্লিক করুন
    • যে যে নাম্বারটি বাদ দিতে চাচ্ছেন সেই নাম্বারটি বাদ দিয়ে পিন দিয়ে ওকে করুন
    • তারপরে আবার অ্যাড প্রিয় নাম্বার অপশন এ ক্লিক করুন। 
    • তারপরে আপনি যে নাম্বারটি প্রিয় নাম্বার করতে চাচ্ছেন সে নাম্বারটি টাইপ করুন
    •  তারপরে নাম্বারটি যার নামে রাখতে চাচ্ছেন তার নাম দিন
    • তারপরে আপনার বিকাশ পিন নাম্বারটি দিন
    এভাবে আপনার প্রিয় নাম্বারটি বাদ করে নতুন আরেকটি প্রিয় নম্বার সেট করে নিতে পারবেন। তাহলে চলুন দেখেনি অ্যাপস এর মাধ্যমে কিভাবে বিকাশ প্রিয় নাম্বার রিমুভ করে নতুন প্রিয় নাম্বার সেট করার নিয়ম ঃ 

    • অ্যাপসে বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ 
    • বিকাশ এপস এর ভিতর আপনার পিন দিয়ে লগইন করুন
    • সেন্ড মানি বাটন অপশন এ ক্লিক করুন
    • ফ্রি সেন্ড মানির জন্য ট্যাপ করুন লেখার উপরে ক্লিক করুন
    • প্রিয় নাম্বারের তালিকার পাশে বাদ দিন লেখার উপরে ক্লিক করুন
    • আপনি যে নাম্বারটি বাদ দিতে চাচ্ছেন সেই নাম্বারের পাশের বাদ দিন লেখার উপরে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে বাতিল করুন
    • তারপর আবার সেন্ড মানি বাটন অপশনে ক্লিক করুন
    • নিচে যোগ করুন লেখার উপরে ক্লিক করুন
    • তারপর আপনি যে নাম্বারটি প্রিয় করতে চাচ্ছেন সে নাম্বারটি দিন
    • তারপরে যে নাম্বারটি দিলেন তার নাম লিখুন
    • তারপর নিচের অপ্সানে আপনার বিকাশ পিনটি দিন
    • দিয়ে ওকে করুন
    আপনি এভাবে বিকাশের ম্যানুয়ালি ও অ্যাপসের মাধ্যমে প্রিয় নাম্বার সেট করা ও প্রিয় নাম্বার রিমুভ করে নতুন করে সেট করতে পারবেন।

    আজকের আর্টিকেল সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা

    প্রশ্ন ১  ঃ  বিকাশ প্রিয় নাম্বার সর্বোচ্চ কয়টি করা যায় ?
    উত্তর  ঃবিকাশ প্রিয় নাম্বার সর্বোচ্চ ৫টি করা যায়
    প্রশ্ন ২ ঃ বিকাশ প্রিয় নাম্বারে কত টাকা ফ্রি সেন্ড মানি করা যায় ?
    উত্তর  ঃবিকাশ প্রিয় নাম্বারে ২৫০০০ টাকা ফ্রি সেন্ড মানি করা যায়
    প্রশ্ন ৩ ঃ বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার মাসে সর্বোচ্চ কয়টি করা যায় ?
    উত্তর  ঃ বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার মাসে সর্বোচ্চ ১টি করা যায়।

    শেষ কথা ঃ বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫

    প্রিয় পাঠক আজকের আমাদের আর্টিকেলটি ছিল বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ২০২৫ বা কিভাবে আপনি বিকাশ প্রিয় নাম্বার করে অল্প খরচে ক্যাশ আউট করবেন বা ফ্রি সেন্ড মানি মানি করবেন সে সম্পর্কে।

    আপনি যদি বিকাশ প্রিয় নাম্বার করে কাউকে সেন্ড মানি করেন তাহলে আপনার সেন্ড মানি করতে গিয়ে কোন প্রকার চার্জ লাগবে না। আপনি যদি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার করে ক্যাশ আউট করেন তাহলে ক্যাশ আউট চার্জ ১৪ টাকা ৯০ পয়সা চার্জ কাটবে।

    পরিবর্তন করলে আমরা আপনাদেরকে পরবর্তীতে সময়সূচি উল্লেখ করি। আজকের আর্টিকেলটি এতক্ষণ ধরে পড়ার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এরকম বিভিন্ন তথ্য আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অনলাইন ইনকাম চাকরের খবর এবং সকল তথ্য প্রকাশ করে থাকে।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    স্টার বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url