বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ প্রাইস - বাজাজ এর পূর্ণরূপ কি।
বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ প্রাইস কত এবং বাজাজ এর পূর্ণরূপ কি এটা অনেকেই জানে
না। তাই আজকে আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে বাজাজ মোটরসাইকেল সম্পর্কে কিছু
তথ্য আপনাদের সামনে শেয়ার করব। এজন্য অবশ্যই আমাদের আর্টিকেলের শুরু থেকে শেষ
পর্যন্ত পড়তে হবে।
সম্মানিত পাঠক গন বাজাজ মোটরসাইকেল বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকে। কিন্তু
যারা নতুন অবস্থায় বাজাজ মোটরসাইকেল কিনতে চায় তাদের অধিকাংশ মানুষই বাংলাদেশ
প্রাইস কত জানে না। তাই সময় নষ্ট না করে আমাদের আর্টিকেল থেকে বাজাজ মোটরসাইকেল
এর প্রাইজ জেনে নিন।
বাজাজ এর পূর্ণরূপ কি
বাজাজ এর পূর্ণরূপ কি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা শুধু বাজাজ
কোম্পানি, বাজাজ মোটরসাইকেল, বাজাজ অটো রিক্স সম্পর্কে জানি। কিন্তু বাজাজ এর
পূর্ণরূপ কি এটাই আমরা জানি না। তাই আজকে আমরা বাজাজের পূর্ণরূপ কি তা
জানবো।বাজাজ মোটরসাইকেল কোম্পানি ১৯৪০ দশকের রাজস্থানের জামনালাল ১৮৮৯ সাল থেকে
১৯৪২ সালে এ কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিল। এই কোম্পানির পূর্ণরূপ হল বাজাজ অটো
লিমিটেড কোম্পানি। এখানে ক্লিক করুন
বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ প্রাইস
বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ প্রাইস কত নিচে তা উল্লেখ করা হলঃ
- বাজাজ সিটি হান্ড্রেড ইয়েস বাইকের দাম ১ লক্ষ ২০ হাজার টাকা।
- বাজাজ প্লাটিনা হান্ড্রেড ইয়েস বাইকের দাম ১ লক্ষ ২৮ হাজার টাকা।
- বাজাজ প্লাটিনা হান্ডেট টেন এইচ গিয়ার ডিস্ক ব্রেক বাইকের দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা।
- বাজাজ ডিসকভার ১১০ ডিক্স বাইকের দাম ১ লক্ষ ৪৬ হাজার টাকা।
- বাজাজ অ্যাভেঞ্জার ১৬০ এবিএস বাইকের দাম ২ লক্ষ ৭৪ হাজার টাকা।
- বাজাজ ডিসকভার ১২৫ ডিক্স বাইকের দাম ১ লক্ষ ৫৪ হাজার ৫শত টাকা।
- বাজাজ পালসার ১৫০ এসডি বাইকের দাম ১ লক্ষ ৮৯ হাজার ৭৫০ টাকা।
- বাজাজ পালসার ১৫০ এসডি এবিএস বাইকের দাম ১ লক্ষ ৯৯ হাজার ৭৫০ টাকা।
- বাজাজ পালসার ১৫০ টুইনডিক্স বাইকের দাম ২ লক্ষ ১৭ হাজার টাকা।
- বাজাজ পালসার ১৫০ টুইন ডিক্স এবিএস বাইকের দাম ২ লক্ষ ২৫ হাজার টাকা।
- বাজাজ পালসার এন ২৫০ বাইকের দাম ৩ লক্ষ্ ২৯ হাজার ৯৯৯ টাকা।
- বাজাজ পালসার এন ১৬০ বাইকের দাম ২ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা।
- বাজাজ পালসার এন এস ১২৫ বাইকের দাম ১ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা।
- বাজাজ পালসার এনএস ১৬০ এফ আই এবিএস বাইকের দাম ২ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা।
সম্মানিত পাঠকগন আশা করি আপনারা আমাদের আর্টিকেলের মাধ্যমে বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ প্রাইস কত তা জানতে পেরেছেন।
সাউথ আফ্রিকা বাজাজ এর প্রাইজ
আপনারা এতক্ষণ বাজাজের বাংলাদেশ প্রাইজ জানলেন। এখন আপনারা আমাদের আর্টিকেলের
মাধ্যমে সাউথ আফ্রিকা বাজাজ এর প্রাইস কত তা জানতে পারবেন। সাউথ আফ্রিকার বাজাজের
প্রাইজ (আর ৬৯,৭৫০ টাকা, আর আর পি শুরু থেকে মূল্য)।
মোটরসাইকেল গাড়ি কি
মোটরসাইকেল গাড়ি কি এটা অনেকেই জানেন তারপরেও আজকে আমরা মোটরসাইকেলের বিবরণ
সম্পর্কে জানবো। সাধারণত তিন চাকার গাড়িকে আমরা টাইক, অটো রিক্সা অথবা তিন চাকার
মোটরসাইকেল বলা হয়। তবে এই যানবাহনের নকশা অতঃপর ডিজাইন এর উপর ভিত্তি করে
বিভিন্ন নামে ডাকা হয়।
বাজাজ প্রাইস ইন নাইজেরিয়া
বাজাজ প্রাইস ইন নাইজেরিয়া বাইকের দাম আজকে আমরা উল্লেখ করবো। নাইজেরিয়াতে বাজাজ
বাইকের বেসিক মডেলের দাম ৯ লক্ষ ৬০ হাজার থেকে শুরু করে প্রিমিয়ার মডেলের বাইকের
দাম ১৫ লক্ষ টাকার অধিক। প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা দাম নির্ধারণ করা রয়েছে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক গন আপনারা ইতিমধ্যে বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ প্রাইস কত এবং বাজাজ
মোটরসাইকেল এর পুনরূপ কি এ বিষয়গুলো জানতে পেরেছেন। বর্তমান ভারতীয় বাইক
কোম্পানির মধ্যে বাজাজ মোটর সাইকেল কোম্পানি অনেক পুরাতন এবং পুরো বিশ্বে প্রভাব
বিস্তার করে আসছে। তাই আজকে আমরা বাজাজের বিভিন্ন মডেলের বাংলাদেশী প্রাইজ কত তা
জানলাম। আমরা আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। এজন্য আমাদের
আর্টিকেলটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলটি শেয়ার করে
দিয়ে সহায়তা করবেন।
স্টার বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url