বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নামের তালিকা দেখে নিন।

বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি এবং বিদেশ যেতে কি ডকুমেন্ট লাগে এ বিষয়গুলো অনেকে জানতে চায়। কারণ একমাত্র বৈধভাবে বিদেশ যেতে হলে সরকারি এজেন্সির সাহায্য নিতে হবে। তাই এই সকল বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদের আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে।
বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি
বর্তমানে আপনারা অনেক দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা দিয়ে থাকেন। কিন্তু বেশিরভাগ সময়ে দালাল আপনাদের টাকা মেরে দেয়। তাই আজকে আমরা এমন কিছু সরকারি এজেন্সি নামের তালিকা আপনাদের সামনে উল্লেখ করব।আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে বিদেশ যেতে পারবেন।

ভূমিকা

বর্তমানে বিভিন্ন মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে বিদেশ যেতে চায়। এদের মধ্যে অনেকেই পড়াশোনা করার জন্য যায় এবং অনেকেই কর্মজীবনের জন্য বিদেশ পাড়ি জমায়। কিন্তু বিদেশ যেতে হলে কোন ধরনের এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এ বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না। কারণ বর্তমানে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারিত করছে। তাই বৈধভাবে বিদেশ যেতে হলে সরকারি এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিতে হবে। তাই আজকে আমরা পুরো আর্টিকেল জুড়ে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিচে বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নামের তালিকা প্রকাশ করা হল।

বিদেশ যেতে কি ডকুমেন্ট লাগে

সরকারিভাবে বিদেশ যেতে কি ডকুমেন্ট লাগে সেই সকল কাগজপত্র গুলো নিচে উল্লেখ করাঃ


  • প্রাথমিকভাবে আবেদন জন্য ফরম সংগ্রহ করুন।
  • বৈধ ও নিরাপদ পাসপোর্ট থাকতে হবে।
  • সরকারি এজেন্সিতে ডি ই এম নাম নিবন্ধন করুন।
  • মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করুন।
  • ডি ই এম অফিসে গিয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিন।
  • বিদেশ যাওয়ার আগে ৩ দিন প্রশিক্ষণ গ্রহণ করুন।
  • বিদেশ যাওয়ার আগে ২টি ব্যাংক একাউন্ট খুলুন।
  • জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড সংগ্রহ করুন।
  • বিদেশ যাওয়ার আগে প্রত্যেকটা কাগজ পত্র ফটোকপি করে রাখুন।
  • সকল ডকুমেন্ট আবেদন ফরমে পূরণ করুন।
  • এই সকল ডকুমেন্টগুলো সংগ্রহ করে সরকারি এজেন্সিতে আবেদন করুন

বিদেশে কি ধরনের কাজ পাওয়া যায়

বিদেশে কি ধরনের কাজ পাওয়া যায় এই বিষয়গুলো ভালোভাবে জেনে তারপরে বিদেশ যাওয়ার জন্য আবেদন করতে হবে। তবে অধিকাংশ মানুষই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানে না। তাই বিদেশে কি ধরনের কাজ পাওয়া যায় সে বিষয়গুলো নিয়ে উল্লেখ করা হলঃ

  • কৃষি জাতীয় কাজ
  • রেস্টুরেন্ট জাতীয় কাজ
  • বাগান পরিদর্শক জাতীয় কাজ
  • কনস্ট্রাকশন জাতীয় কাজ
  • ইলেকট্রিশিয়ান জাতীয় কাজ
  • নার্স জাতীয় কাজ
  • ক্লিনার জাতীয় কাজ
  • ইঞ্জিনার জাতীয় কাজ
  • কম্পিউটার অপারেটর জাতীয় কাজ
  • গার্মেন্টস জাতীয় কাজ ইত্যাদি
এ ধরনের কাজগুলো আপনার জানা থাকলে আপনি খুব সহজে বিদেশ গিয়ে বিভিন্ন কাজের ভিসা পেয়ে পাবেন।

বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি

আপনি যদি বিদেশ যেতে চান তাহলে অবশ্যই বিদেশ যাওয়ার সরকার এজেন্সি গুলো কোথায় সে বিষয়ে ধারণা থাকতে হবে। তাই আজকে আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে সরকারি এজেন্সি গুলো কোথায় রয়েছে এ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। নিচে বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি গুলোর নামের তালিকা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ এম, পি ট্রাভেলস লিমিটেড
  • এজেন্সির ঠিকানাঃ শাপলা ভবন / চতুর্থ তলা / সাইড নং ৫০২-৫০৪-৫৪৯ মতিঝিল সি / এ ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১৫-৪২৮৭১৩
ঢাকাতে আরও অনেকগুলো এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ মাহবুব ইন্টারন্যাশনাল এজেন্সি
  • এজেন্সির ঠিকানাঃ ডি, আই, টি রোড ৪৭৬ / বি-গ্রাউন্ড ফ্লোর, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭৪৮-৩৮৩৮৩০ / ০১৮১৯-২১২০০৪ / ০১৭১৫-০০৯০৯৬ / ০১৮১৯- ২৫৭০৪৯
কমলাপুরে আরও একটি সরকারি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ এখানে ক্লিক করুন

  • এজেন্সির নামঃ ডায়মন্ড ট্রাভেলস
  • এজেন্সির ঠিকানাঃ কমলাপুর বাজার রোড ৩৫ /৪ প্রথমতলা, মতিঝিল সি / এ ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১৫-০৯০৮২৩
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৯৩৪৪৯৩২
নোয়াখালী টাওয়ারে সরকারি আরও একটি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ বি, এম, এস ট্রাভেলস
  • এজেন্সির ঠিকানাঃ নোয়াখালী টাওয়ার, তৃতীয় তলা ৫৫ / বি, পুরানো পল্টন, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭৪০-৪০০১২৯
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৯৫৫২৩৮৯
কাজি টাওয়ারে আরও একটি সরকারি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ
বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নামের তালিকা দেখে নিন

  • এজেন্সির নামঃ কাজী এয়ার ইন্টারন্যাশনাল
  • এজেন্সির ঠিকানাঃ কাজি টাওয়ার / দ্বিতীয় তলা / ৮৪ ইনার সার্কুলার / ভি আই পি রোড / নয়া পল্টন, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১১-৫৪৯৪২৯ / ০১৮১৯-২২৫৭৮৬
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৮৩১৫৯৪৬
ঢাকা মসজিদ গলি রোডে আরো একটি সরকারি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ এম এস ট্রাভেলস কেয়ার প্রাইভেট লিমিটেড
  • এজেন্সির ঠিকানাঃ দ্বিতীয় তলা ৩ / ১, ৭৮/ নয়াপল্টন, মসজিদ গলি, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১৪-৩৪৯৪১৪
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৯৩৩১৬৫০
সম্মানিত পাঠকগন আপনারা ইতিমধ্যেই অনেকগুলো এজেন্সি নাম জানতে পেরেছেন। নিচে আরো কিছু এজেন্সি নামের তালিকা দেয়া হলঃ

  • এজেন্সির নামঃ শামীম ট্রাভেল
  • এজেন্সির ঠিকানাঃ হাউজ নং ১১ গ্রাউন্ড ফ্লোর / রোড নং ২২, ব্লক k, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১৩-৩২২৯১০ / ০১৬১৩-৩২২৯১০
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৯৮৮১৮০২
মতিঝিলে আরও একটি সরকারি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ বন ভয়াজী ট্রাভেল এন্ড ওভারসিস প্রাইভেট লিমিটেড
  • এজেন্সির ঠিকানাঃ তৈ এম বি, সার্কুলার রোড ২৯ / দ্বিতীয় তলা, মতিঝিল সি / এ ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৮১৫-৪৪৫৪২৭ / ০১৭০৪-০৩৮৭৬৩
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৭১৬২০৩৩
নয়াপল্টন গার্ডেন এ আরও একটি সরকারি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ ফারহান এভিয়েশন সার্ভিস
  • এজেন্সি ঠিকানাঃ এস আর গার্ডেন, তৃতীয় তলা ৫২ / নয়া পল্টন, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৮১৯-২৫০১৯৩
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৯৩৪১৮০২
মালিবাগে আরো একটি সরকারি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ নিলয় ওভারসিস এন্ড লিমিটেড
  • এজেন্সির ঠিকানাঃ মৌচাক টাওয়ার ৪৮ / বি, অষ্টম তলা / মালিবাগ মোড়, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৯১৪-৪৯০৬০৬ / ০১৭১২-৫৭৬৬৬১
ফকিরপুর ঢাকাতে আরও একটি সরকারি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ


  • এজেন্সির নামঃ শাহেনা ট্যুরস্ট এন্ড ট্রাভেলস
  • এজেন্সির ঠিকানাঃ ০১৮১৯-২১৬৩৮৮
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৭১৯২৮৬২
এস আর গার্ডেন ঢাকাতে আরও একটি সরকারি এজেন্সি রয়েছে নিচে তা উল্লেখ করা হলঃ

  • এজেন্সির নামঃ এস আর গার্ডেন / পঞ্চম তলা ৫২/ নয়া পল্টন, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ ০১৭১৩-০১১৭৯৩
  • ফ্যাক্স নাম্বারঃ +৮৮ ০২ ৮৩১৬৯৫৬
প্রিয় পাঠক গন আপনারা চাইলে উপরের সরকারি এজেন্সি গুলোর মাধ্যমে বিদেশ যাওয়ার সকল প্রসেসিং করতে পারেন।

লেখকের শেষ মন্তব্য

সম্মানিত পাঠক গন আপনারা ইতিমধ্যেই উপযুক্ত আলোচনা থেকে বিদেশ যাওয়ার সরকার এজেন্সি নামের তালিকা গুলো জানতে পেরেছেন। বর্তমানে দালালের মাধ্যমে বিদেশ যাওয়া অনেকটা ঝুকি। তাই আপনি চাইলে বৈধ উপায়ে ঝুঁকিমুক্ত ভাবে সরকারি এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার উপায় তৈরি করতে পারেন। আর আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে যদি আপনার কিছুটা হলেও উপকার হয়ে থাকে। তাহলে বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url